Card

EBL Daraz VISA Prepaid Card-এ টাকা/BDT ডিপোজিট করার পদ্ধতি

EBL-এ যাদের একাউন্ট নেই, তারা স্কাইব্যাংকিং এপ দিয়ে এই প্রিপেইড কার্ডে টাকা ডিপোজিট করতে পারেন না। ফলে ব্রাঞ্চে গিয়ে ভিড় জমিয়ে প্রিপেইড কার্ডের জন্যে আলাদা ধরনের প্রিপেইড ডিপোজিট স্লিপ ফিলাপ করে কার্ডে BDT অথবা USD ডিপোজিট করতে হয়। এটা অবশ্যই একটা বিরাট বড় ঝামেলার ব্যাপার।

কিন্তু অন্য ব্যাংক এর ইন্টারনেট ব্যাংকিং এপ থেকে এই কার্ডে NPSB করে খুব সহজেই টাকা ডিপোজিট করা যায়।

NPSB করে যেভাবে কার্ডে টাকা ডিপোজিট করবেনঃ
EBL Daraz ভিসা প্রিপেইড কার্ডের খয়েরী রংয়ের খামের ভেতরে একটা শাদা বড় কাগজ থাকে। যেটার উপরের ডানদিকে একাউন্ট নাম্বার নাম দিয়ে ১৫ ডিজিটের একটা বিশেষ সংখ্যা উল্লেখ করানো থাকে।

এবার অন্য ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এপ থেকে বেনিফিশিয়ারি সেট করতে একাউন্ট হোল্ডারের নামের জায়গায় আপনার NID কিংবা পাসপোর্টে থাকা পূর্ণাঙ্গ নাম দিন। একাউন্ট টাইপ অপশনে ❝Account❞ সিলেক্ট করুন, ❝Card❞ নয়। তারপরে একাউন্ট নাম্বারের জায়গায় সেই ১৫ ডিজিটের বিশেষ সংখ্যাটা ইনপুট দিন। ব্যাংকের নাম হিসাবে ইস্টার্ণ ব্যাংক সিলেক্ট করুন। অনেক ব্যাংকের এপে NPSB এর ক্ষেত্রে জেলার নাম চায় না, যদি জেলার নাম চায় তাহলে সেইক্ষেত্রে জেলা ঢাকা সিলেক্ট করার পরে ব্রাঞ্চ হিসাবে ❝Truncation Point❞ সিলেক্ট করে বেনিফিশিয়ারি সেভড করুন।

আমি এটাই ব্রাঞ্চ হিসাবে সিলেক্ট করেছি। আপনারা চাইলে ভিন্ন জেলা কিংবা ভিন্ন ব্রাঞ্চ সিলেক্ট দিয়ে ট্রাই করে দেখতে পারেন।

সতর্কতা ১ঃ
তারপরে কাঙ্খিত পরিমাণ টাকা NPSB করে পাঠিয়ে দিন। প্রতিবার টাকা পাঠানোর সময়ে খেয়াল রাখবেন যে, পাঠানো টাকার পরিমাণ যেন অবশ্যই ২০ হাজার টাকার নিচে থাকে। কারণ EBL স্কাইব্যাংকিং এপ থেকে EBL প্রিপেইড কার্ডে টাকা ডিপোজিট করার সময়ে নিচে ছোট্ট নোটিফিকেশন থাকে যে, এমাউন্ট যেন ১৯,৯৯৯ টাকার বেশি না হয়। এইক্ষেত্রে হয়তো পাঠানো বেশি পরিমাণ টাকা কার্ডে ডিপোজিট নাও হতে পারে, আবার হয়তো ডিপোজিট হতেও পারে।

সতর্কতা ২ঃ
অন্য ব্যাংক থেকে NPSB করে এই কার্ডে টাকা ডিপোজিট হবার পরে EBL-এ মেসেজ এলার্ট আসে না, তাই NPSB করার পরে স্কাইব্যাংকিং এপ দিয়ে প্রিপেইড কার্ডের আপডেটেড ব্যালেন্সটা অবশ্যই জেনে নিবেন।

এই একই পদ্ধতি অনুসরণ করে EBL LifeStyle VISA Prepaid Card এবং EBL Aqua Prepaid Mastercard-এ টাকা ডিপোজিট করার জন্যে ট্রাই করে দেখতে পারেন।

MTB এপ থেকে NPSB এর বেনিফিশিয়ারি সেট করার জন্যে ১৫ সংখ্যার একাউন্ট নাম্বার ইনপুট দেয়া যায় না বলে MTB এপে বেনিফিশিয়ারি সেট করা যায় না।

BDT To USD Convert Process:
অন্য ব্যাংক থেকে NPSB করে আনানো সেই টাকাকে EBL স্কাইব্যাংকিং এপে থাকা ❝Service Request❞ মেনুর ভেতরে গিয়ে ❝Prepaid Card Related❞ মেনু থেকে BDT To USD, কিংবা USD To BDT’তে কনভার্ট করে নিন। এইক্ষেত্রে কয়েক কর্মদিবস সময় হয়তো লাগতে পারে। অথবা EBL হেল্পলাইনে কল দিয়েও কনভার্টের রিকুয়েষ্ট রাখা যায়। এইক্ষেত্রেও হয়তো কয়েক কর্মদিবস সময় লাগতে পারে।

বিশেষ সতর্কতা ৩ঃ
NPSB একটি বিপদজনক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা। ফলে লেনদেনের সময়ে যেকোন সময়ে লেনদেন বিফল দেখিয়ে সেন্ডার ব্যাংক একাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবার পরে সেই টাকা রিসিভার কার্ডে ডিপোজিট নাও হতে পারে। এইক্ষেত্রে রেজিষ্টার্ড ইমেইল থেকে লেনদেনের বিস্তারিত তথ্য জানিয়ে সেন্ডার ব্যাংক, রিসিভার ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংককে কমপ্লেইন দেয়ার পরে ৩ থেকে ৪৫ কর্মদিবস সময় লাগতে পারে সেই টাকা রিফান্ড হতে।

ইন্টারনেট থেক সংগৃহিত

DoridroTech

Get all Tech News, Freelancing Tips, Computer Tips, Earn Money Online Tips in Bangla, Latest Tech News of Bangladesh, Domain Registration, Web Hosting, Web Design and Development.

Recent Posts

একাধিক ক্রেডিট কার্ড? যে বিষয়গুলি মাথায় প্রয়োজন

কিছু বিষয় মাথায় রাখলে একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করা সহজ।হাইলাইটস* বিলিং সাইকেল মাথায় রাখুন।* একটি…

EBL ShareTrip Co-branded Master Titanium card

ShareTrip Co-branded Master Titanium card এর মাধ্যমে এয়ারপোর্ট লাউঞ্জ সংক্রান্ত কিছু কনফিউশন এবং তার সমাধান!…

গুগল ম্যাপে যেভাবে যুক্ত করবেন নিজবাড়ির লোকেশন

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা…

Skyview Dollar Buy Sell Script

E-CURRENCY EXCHANGE PHP SCRIPT helps you to easily create your own e-currency exchange website. It…

নামাজের নিয়মাবলী : পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম

নামাজ বা নামায মূলত একটি ফার্সি শব্দ। এটি আরবি শব্দ সালাত বা সালাহ থেকে এসেছে।আরবি- ٱلصَّلَوَات‎‎…

Cryptocurrency Exchange PHP Script

Exchange is an Advanced Peer to Peer Currency Exchange Platform that is developed with PHP…

বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের ও MFS এর IP number

বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের ও MFS এর IP number যার মাধ্যমে লোকাল নম্বরের মতো কম…

ডলার এন্ডোরসমেন্ট কি ? What is dollar endorsement ?

ডলার এনডোর্সমেন্ট কি? ডলার এনডোর্সমেন্ট হল ডলার কেনার অনুমোদন নেয়া। আপনি চাইলেই ইচ্ছেমত ডলার কিনতে…

This website uses cookies.